অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত
নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। গ্রেফতারির পর এতদিন ধরে জামিনের জন্য কোনও আবেদন করেননি তিনি। শেষে চলতি মাসেই গ্রেফতারির ৩২২ দিনের মাথায় হঠাৎ করে জামিনের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। ২৯ মে কলকাতায় বিশেষ ইডি আদালতে অর্পিতার জামিনের আবেদনের শুনানি ছিল। বহুদিন পর ওই জামিনের আবেদনের শুনানির জন্য সশরীরে আদালত কক্ষে উপস্থিত ছিলেন তিনি। শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছিল। বুধবার সেই জামিনের আর্জি খারিজ করে দেয় আদালত।
আদালত নির্দেশনামায় স্পষ্ট জানিয়েছে, যে সব তথ্য ও নথি এই মামলায় উঠে এসেছে, এতদিনে যা যা কিছু পাওয়া গিয়েছে… তা থেকে এটা স্পষ্ট যে এই সবকিছুর সঙ্গে আবেদনকারী জড়িত রয়েছেন। তাঁর কাছ থেকে যে এই বিপুল পরিমাণ সম্পত্তি, নগদ টাকা, সোনা-গয়না পাওয়া গিয়েছে, তা প্রসিডস অব ক্রাইম। সে বিষয়ে তিনি কিছু জানতেন না, এটা মেনে নেওয়া যায় না। তদন্তের সময়ে যে বয়ান রেকর্ড করা হয়েছে, সেখান থেকেও তিনি যে কোনও কিছুর শিকার হচ্ছেন… এমন তত্ত্বও খাড়া করা যাচ্ছে না।
অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে বিচারক আরও জানিয়েছেন, এই ধরনের গর্হিত অপরাধের ক্ষেত্রে শুধুমাত্র একজন মহিলা বলে তিনি জামিন পেয়ে যাবেন, তা হতে পারে না। তাই তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে।