রাজকোট অগ্নিকাণ্ড নিয়ে গুজরাত সরকারকে আদালতের ভর্ৎসনা
রাজকোটের গেমিং জ়োনের অগ্নিকাণ্ডের ঘটনায় গুজরাত হাই কোর্টের প্রশ্নের মুখে পড়ল সে রাজ্যের বিজেপি শাসিত সরকার। সোমবার একটি মামলার শুনানিতে আদালত জানায়, তারা গুজরাত সরকারকে আর ‘বিশ্বাস’ করতে পারছে না।
গত শনিবার আগুনে পুড়ে যায় রাজকোটের ওই গেমিং জ়োন। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। তাঁদের মধ্যে ন’টিও শিশুও ছিল। আহত আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় গেমিং জ়োনের মালিক-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ওই গেমিং জ়োনের কোনও ‘ফায়ার লাইসেন্স’ ছিল না। এমনকি, দমকলের ছাড়পত্রও ছিল না তাদের কাছে।
হাই কোর্টে পুরসভার পক্ষে জানানো হয়, তাঁদের অনুমতি ছাড়াই ওই গেমিং জ়োন চলছিল। যা শুনে ক্ষোভপ্রকাশ করে আদালত বলে, ‘‘তা হলে আড়াই বছর ধরে কী ভাবে চলছিল? আমরা কি ধরে নিচ্ছি যে আপনারা চোখ বন্ধ করে ছিলেন?’’ রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব জানিয়েছেন, গত বছরের নভেম্বরে স্থানীয় পুলিশও ওই গেমিং জ়োনের মালিককে একটি লাইসেন্স দিয়েছিল।