বীরভূম থেকে গরু মুর্শিদাবাদ হয়েই পাচার করা হত! সংগৃহীত ছবি
২০১৮-২২ সালের মধ্যে কয়েক কোটি টাকার জমি কেনা হয়েছে বলে অভিযোগ। অনুব্রত মণ্ডলের সহায়তাতেই এই জমি কেনা হয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। আগামী দিনে এ সংক্রান্ত আর কী তথ্য সামনে সে দিকেই এখন নজর বিশেষজ্ঞ মহলের।বড়ঞার তৃণমূল বিধায়ক অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। বীরভূমে জীবনের একাধিক সম্পত্তি হদিশও মিলেছে। অনুব্রতের গ্রেফতারের পর থেকেই সিবিআই স্ক্যানারে ছিলেন বিধায়ক জীবন কৃষ্ণ। তদন্তকারীরা গরুপাচারে জীবনের ভূমিকা খতিয়ে দেখছিলেন। সিবিআই সূ্ত্রে জানা গিয়েছে, বীরভূম থেকে গরু মুর্শিদাবাদ হয়েই পাচার করা হত ।
সোমবার ভোরে মুর্শিদাবাদে আন্দির বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। ৬৫ ঘণ্টার ম্যারাথন তল্লাশির পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করেছে তাঁকে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথিও উদ্ধার হয়েছে । গরু পাচারের সঙ্গেও বিভিন্ন ভাবে যুক্ত জীবন, এমনটাই সিবিআই সূত্রে খবর।
সিবিআই সূ্ত্রে জানা গিয়েছে, বীরভূম থেকে গরু মুর্শিদাবাদ হয়েই পাচার করা হত। এই গরু যখন জীবন কৃষ্ণের এলাকা দিয়ে পাচারের জন্য নিয়ে যাওয়া হত, তখন তিনিও সেখান থেকে টাকা তুলতেন বলে জানতে পেরেছে সিবিআই। মুর্শিদাবাদের বাসিন্দা হয়েও বীরভূমে বিপুল সম্পত্তি জীবন কৃষ্ণ সাহার । কীভাবে তিনি এই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন এই ধরনের বিভিন্ন প্রশ্নের তদন্তে রয়েছে সিবিআই ।