বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় মিধিলির
বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল শুরু ঘূর্ণিঝড় মিধিলির। আগামী ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল। জানালেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া দফতর বলছে, আর দুর্যোগের আশঙ্কা নেই বাংলায়। ভারী বৃষ্টির সতর্কতা তুলে নিয়েছেন আবহাওয়াবীদরা। কারণ, বাংলাদেশের পথেই এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় মিধিলি। বাংলার উপকূলে ঝোড়ো হাওয়ার গতি ক্রমশ কমবে। তবে উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এই ৬ জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
সকালে থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছিল। যেন বৃহস্পতিবার রাতের থেকে এক ধাক্কায় শুক্রবার সকালে তাপমাত্রা নেমে যায় সকালেই। বেশ একটা শিরশিরে ভাব। আকাশে ঘন কালো মেঘ। ঘূর্ণিঝড়ের সতর্কতা ছিল।
উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছিল। সেই মোতাবেক প্রস্তুতিও নিয়ে রেখেছিল প্রশাসন। দুপুরেও বাংলার দিঘা উপকূল থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল মিধিলি। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে ছিল। আবহাওয়াবিদরা দুপুরের পর মিধিলির গতিপ্রকৃতি দেখে জানিয়ে দেন, আর বাংলার ওপর তার কোনও প্রভাব পড়বে না। বর্তমানে হাওয়ার গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।