ফের কি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে
আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা। ৮ মে নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না, নজর রাখছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম রাখা হবে মোখা। আয়লা, আমফান, ইয়াস– সব ঘূর্ণিঝড়ই মে মাসে জাত। মোখা-র জন্ম হবে কি না, হলেও কোন দিকে যাবে, এই মুহূর্তে কিছুই স্পষ্ট নয়।
আগামী চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের কমবেশি অনেক জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। ৩ ও ৪ তারিখ এই ঝড়বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়বে। ৫ তারিখের পর থেকে আবার দিনের তাপমাত্রা বাড়বে। তবে গরম বাড়লেও কলকাতাতে তাপমাত্রার পারা ৪০ ডিগ্রি ছাড়াবে না বলেই মনে করা হচ্ছে।
ঘূর্ণিঝড় এলে তার মোকাবিলায় প্রস্তুত রাজ্যও। খোলা হচ্ছে কন্ট্রোল রুম। মঙ্গলবার নবান্ন (Nabanna) সভাঘরে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে একটি জরুরি বৈঠকে সেরে ফেলেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, ওই বৈঠকেই কন্ট্রোল রুম খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। রাজ্যের সব জেলাতে এই কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ এসে গিয়েছে বলে খবর। পাশাপাশি সব জায়গায় বিপজ্জনক নদী বাঁধগুলি রয়েছে সেগুলির অবস্থাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত চলবে মেরামতির কাজ।