ঘূর্ণিঝড়ের ফলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
মৌসম ভবন সূত্রে খবর, বুধবার থেকে ‘হামুন’-এর শক্তিক্ষয় হওয়া শুরু হয়ে গিয়েছে। ছ’ঘণ্টা ধরে বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উপকূল পার করে তা চট্টগ্রামের দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ৪০ কিলোমিটার দূরে এবং খেপুপাড়ার পূর্ব দিক থেকে ১৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিশেষজ্ঞেরা জানিয়েছেন, আগামী ছ’ঘণ্টায় ঘূর্ণিঝড় তার শক্তি আরও কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এই গভীর নিম্নচাপটি আরও ছ’ঘণ্টা পর শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হবে।
বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ছাড়াও দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ রাজ্যের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘হামুন’ ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।