You will be redirected to an external website

ঘূর্ণিঝড় 'মোকা' তাণ্ডবে লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্ত অসংখ্য বাড়ি, উপড়ে পড়ল বহু গাছ !

ঘূর্ণিঝড়-'মোকা'-তাণ্ডবে-লণ্ডভণ্ড--ক্ষতিগ্রস্ত-অসংখ্য-বাড়ি,-উপড়ে-পড়ল-বহু-গাছ-!

বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন । সংগৃহীত ছবি

যে দিকে চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি। বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের তাণ্ডবে মায়ানমার এবং বাংলাদেশে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান বেশি মায়ানমারের কিয়াকপু-তে, সেখানে ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বাড়ি। বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

যে দিকে চোখ যায়, শুধুই ধ্বংসের ছবি। বিধ্বংসী চেহারা নিয়ে রবিবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের তাণ্ডবে মায়ানমার এবং বাংলাদেশে বহু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুই দেশেই ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে গাছ, বাড়ি। মোকার তাণ্ডব মনে করিয়েছে ঘূ্ণিঝড় আমপানের কথা। ২০২০ সালে এই শক্তিশালী ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়েছিল পশ্চিমবঙ্গের একাংশ।

রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মায়ানমার এবং বাংলাদেশের মাঝে উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে সুপার সাইক্লোন 'মোকা'। প্রবল হওয়ার বেগে ঘর-বাড়ি ভেঙে পড়েছে, হয় অবিশ্রান্ত বৃষ্টি। মঙ্গলবার সকালে চারিদিকে দেখা গিয়েছে শুধুই ধ্বংসের ছবি। কিয়াকপু-র বাসিন্দাদের মন থেকে আতঙ্ক এখনও কাটেনি।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বজ্রবিদ্যুৎ-সহ-ঝড়বৃষ্টির-পূর্বাভাস-কলকাতা-সহ-রাজ্যে,বৃষ্টির-সঙ্গে-বইবে-দমকা-হাওয়া Read Next

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্ট...