বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন
বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ আর সেই ঘূর্ণাবর্তের জেরেই আগামী ২-৩ দিনে কাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে৷পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও৷ হিমালয় পাদদেশের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতঃস্তত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে৷ আগামী ৭ তারিখ অবধি এই পরিবেশ জারি থাকবে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে ১০ তারিখ অবধি৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
দক্ষিণবঙ্গে আজ থেকে বাড়বে বৃষ্টি। সোমবার থেকে বুধবার কয়েক জেলায় ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতিভারী বৃষ্টি উপরের দিকে জেলাগুলিতে।আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। ইতিমধ্যেই অনেকটা উত্তরে সরে বহরমপুরের ওপর দিয়ে বাংলাদেশ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা।কলকাতায় আংশিক মেঘলা আকাশ।। আগামী দু-তিন দিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে।। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কয়েক দিন।এদিকে বিহারে যেমন সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে ঠিক তেমনিই জম্মুতে পশ্চিমী ঝঞ্ঝা ও সাইক্লোনিক সার্কুলেশনের জোড়া ফলা৷ এটি বিস্তৃত রয়েছে পাশ্ববর্তী পাকিস্তানের উপর দিয়ে৷