দিনভর দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায়
রবিবার তাপমাত্রা অনেকটায় নেমেছে। আজ থেকে মঙ্গলবারের মধ্যে কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়ার গতিবেগ হতে পারে কলকাতায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। আগামী দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও পরবর্তী দু’দিনে কলকাতার তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
রবিবার সারাদিনই আকাশ মেঘলা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। অন্তত আগামী ৪-৫ দিন আবহাওয়া এরকমই থাকবে। তবে সোমবার ও মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকবে। এই দু’দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।