You will be redirected to an external website

Mukesh Ambani: ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে !

Mukesh-Ambani:-ই-মেলের-মাধ্যমে-প্রাণনাশের-হুমকি-মুকেশ-আম্বানিকে-!

ই-মেলের মাধ্যমে প্রাণনাশের হুমকি মুকেশ আম্বানিকে

খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। গত শুক্রবার রাত ৮টা ৫১ মিনিট নাগাদ তাঁর কাছে একটি ই-মেল আসে। সেখানে দেখা যায়, ২০ কোটি টাকা দাবি করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের পক্ষ থেকে শনিবার এমনটাই জানানো হয়েছে।

এই ঘটনায় কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। এফআইআর-এর একটা কপি সংবাদমাধ্যমের হাতে এসেছে। তা থেকে জানা যাচ্ছে যে, ওই ই-মেলে হুমকি দিয়ে বলা হয়েছে, “আপনি যদি ২০ কোটি টাকা না দেন, তাহলে আমরা আপনাকে হত্যা করব। 

পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে যে, “শুক্রবার অর্থাৎ ২৭ অক্টোবর প্রাণনাশের হুমকি সংক্রান্ত ই-মেল পেয়েছেন মুকেশ আম্বানি। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)-র ৩৮৭ এবং ৫০৬ (২) ধারার অধীনে মুম্বইয়ের গামদেবী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-কলকাতায়-তাপমাত্রা-কমল,-শীত-নিয়ে-কী-বলছে-হাওয়া-অফিস? Read Next

Weather: কলকাতায় তাপমাত্রা কম...