You will be redirected to an external website

Nepal Earthquake: ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দেহ! নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪

Nepal-Earthquake:-ছড়িয়ে-ছিটিয়ে-প্রচুর-দেহ!-নেপালে-ভূমিকম্পে-মৃতের-সংখ্যা-বেড়ে-১৫৪

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্য ১৫৪। আহত হয়েছেন ১৪০ জন। তবে এখনও অনেকের খোঁজ মিলছে না। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে অনেকে সেখানে চাপা পড়ে আছেন। নেপালের পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। বলা হচ্ছে, নেপালে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জাজারকোট ও রুকুম জেলায়। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মতে ৬.৪ মাত্রার ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক হয়েছে। প্রত্যেকটি আফটারশকেই তীব্র কম্পণ অনুভব করা গেছিল। ৪.৫ মাত্রার বেশ কয়েকটি অফটারশকে কেঁপেছে নেপালের একাধিক রাজ্য। 

জানা গিয়েছে, নেপালের বিভিন্ন জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। নেপালের প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সড়ক অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত সেতুর কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতো ছিল যে দিল্লি, কলকাতা-সহ ভারতের একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-দক্ষিণের-পাঁচ-জেলায়-ধেয়ে-আসছে-প্রবল-ঝড়বৃষ্টি! Read Next

Weather: দক্ষিণের পাঁচ জেলায় ...