You will be redirected to an external website

পুজোয় সুরাপানে মজে অসমবাসী, রেকর্ড মদ বিক্রি গুয়াহাটিতে

পুজোয়-সুরাপানে-মজে-অসমবাসী,-রেকর্ড-মদ-বিক্রি-গুয়াহাটিতে

দুর্গাপুজোয় দেদার সুরাপান অসমে

দুর্গাপুজোয় দেদার সুরাপান অসমে। পুজোর কয়েকদিনে ১৬ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে গুয়াহাটিতে। সরকারি হিসেব বলছে, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত কেবলমাত্র কামরূপ মেট্রোপলিটন জেলা থেকেই ১৬ কোটি ৮০ লাখ টাকার মদ বিক্রি হয়েছে। যা অন্যতম রেকর্ড বলেই মনে করছে প্রশাসন। এর জেরে দুর্গাপুজোয় আবগারি দফতর বিপুল পরিমাণ রাজস্ব আদায় করল।

পুজোয় রেকর্ড মদ বিক্রি গুয়াহাটিতে

অসমের আবগারি দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, গত ১ অক্টোবর অর্থাৎ ষষ্ঠীর দিন বিক্রি হয়েছে ৬ কোটি ৭৫ লাখ টাকার মদ। অষ্টমীর দিন অর্থাৎ ৩ অক্টোবর বিক্রি হয়েছে ৪ কোটি ৮৯ লাখ টাকার মদ। ৪ অক্টোবর নবমীর দিন বিক্রি হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকার মদ। সব মিলিয়ে পুজোর দিনগুলিতে রেকর্ড টাকার মদ বিক্রিতে লাভবান হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার।

উৎসবের স্পিরিট দমাতে পারেনি বৃষ্টি

কলকাতার মতো পুজোর দিনগুলিতে অসমের একাধিক জেলাতেও বৃষ্টি হয়েছে। মহালয়া থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গুয়াহাটিতে। গত দু'বছর করোনার কারণে পুজোর আনন্দে বাধা পড়েছিল। কিন্তু, এ বছর উৎসবের আনন্দ চেটেপুটে ভাগ করে নিয়েছেন অসমের বাঙালিরা। ফলে ষষ্ঠী থেকে দশমী বৃষ্টি হওয়া সত্ত্বেও ঠাকুর দেখার প্ল্যানিংয়ে বিন্দুমাত্র ছেদ পড়েনি।

গুয়াহাটির পুজোয় থিমের ছড়াছড়ি

কলকাতার সঙ্গে পাল্লা দিয়েই এবার গুয়াহাটির একাধিক পুজো প্যাণ্ডেলে ছিল থিমের চমক। কোথাও প্যান্ডেল করা হচ্ছে লাইব্রেরির আদলে। তো, কোথাও আবার ‘শান্তির ললিত বাণী’ তুলে ধরার চেষ্টা। চলতি বছরে গুয়াহাটির বিষ্ণুপুর এলাকার পুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছিল গৌতম বুদ্ধের জন্মস্থানের আদলে। মালিগাঁও এলাকার আজাদ হিন্দ ক্লাবের পুজোতে দেখা যাবে ২০ ফুট উঁচু দুর্গা প্রতিমা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘সন্তানের-জন্ম-দেওয়ার-জন্য-স্ত্রীকে-জোর-করতে-পারেন-না-স্বামী’,-রায়-দিল-বম্বে-হাই-কোর্ট Read Next

‘সন্তানের জন্ম দেওয়ার জ...