You will be redirected to an external website

প্রাক্তন মন্ত্রী দীপক জোশী ও প্রাক্তন বিধায়ক বাঘেল যোগ দিলেন কংগ্রেসে !

বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান দুই তাবড় নেতার ! সংগৃহীত ছবি

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত কৈলাশ জোশীর ছেলে প্রাক্তন মন্ত্রী দীপক জোশী ভারতীয় জনতা পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন। শনিবার তিনি ভোপালের সরকারি বাসভবন বি-৩০, ৭৪ বাংলো থেকে বাবা কৈলাশ জোশীর ছবি নিয়ে রাজ্য কংগ্রেস অফিসে (পিসিসি) পৌঁছান। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য কংগ্রেস সভাপতি কমল নাথের উপস্থিতিতে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন। দীপক জোশীর সাথে প্রবীণ বিজেপি নেতা রাধেলাল বাঘেলও কংগ্রেসে যোগ দিয়েছেন। রাজ্য কংগ্রেস সভাপতি কমলনাথও বাঘেলকে কংগ্রেস দলের সদস্যপদ দিয়েছেন।

প্রাক্তন মন্ত্রী দীপক জোশী এবং বিজেপি বিধায়ক বাঘেলের একসঙ্গে কংগ্রেসে যোগ দেওয়া বিজেপির জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। নির্বাচনের বছরে বিরোধী দলের দুই বড় ও অভিজ্ঞ নেতার হাত ধরা ক্ষমতাসীন দলের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে, আগামী নির্বাচনে কংগ্রেস তার সুফল পাবে।

কংগ্রেসে যোগ দেওয়ার পর প্রাক্তন মন্ত্রী দীপক জোশী বলেছিলেন, বিজেপি কোথাও জনসংঘের আদর্শকে ধ্বংস করেছে। আমি দেওয়াসের কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব না, দল চাইলে বুধনি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

দল ছাড়লেন রামপুরহাটের ...