You will be redirected to an external website

Arvind Kejriwal: তিহাড়ে কাটল প্রথম রাত, কেজরির উপর সর্বক্ষণের নজরদারি

Arvind-Kejriwal:-তিহাড়ে-কাটল-প্রথম-রাত,-কেজরির-উপর-সর্বক্ষণের-নজরদারি

জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ইডি হেফাজত শেষ হওয়ার পর আবগারি দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজত হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। বর্তমানে তাঁর ঠিকানা তিহাড়ের ২ নম্বর সেল। সোমবার বিকেল ৪ টে নাগাদ তিহাড়ের কালকুঠুরিতে নিয়ে যাওয়া হয় কেজরিওয়ালকে।

সোমবার বিকেলে জেলে নিয়ে যাওয়ার পর প্রথমেই স্বাস্থ্য পরীক্ষা করানো হয় কেজরিওয়ালের। এর পর আর ৫টা কয়েদির মতো নাম ঠিকানা লিখে সেলে প্রবেশ করানো হয় তাঁকে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সেলে তাঁর উপর সর্বক্ষণের নজরদারির জন্য লাগানো হয়েছে ৬ টি সিসিটিভি ক্যামেরা। আদালতের নির্দেশ মেনে দ্বিস্তরীয় নিরাপত্তা মোতায়েন করা হয়েছে কেজরিওয়ালের জন্য। পাশাপাশি তাঁর সেলে একটি টিভির পাশাপাশি লাইব্রেরি থেকে বই আনিয়ে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। 

এদিকে অরবিন্দ কেজরিওয়ালের খাবারের মেনুও নিয়মে বাঁধা। জেলে সকাল ৬ টায় ঘুম থেকে উঠতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। সকাল সাড়ে ৬টার সময় প্রাতরাশে তাঁকে দেওয়া হবে ডালিয়া এবং এক কাপ চা। সাড়ে ১০টার সময় সবজি, ডাল, ভাত এবং পাঁচটি রুটি। দুপুর ৩টেয় চা ও ২টি বিস্কুট। সন্ধ্যা ৭টার সময় রাতের খাবারে দেওয়া হবে ডাল, সবজি, ভাত এবং রুটি।

বর্তমানে যে ২ নম্বর সেল কেজরির ঠিকানা সেখানে কিছুদিন আগে পর্যন্ত ছিলেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বর্তমানে তাঁকে সরানো হয়েছে ৫ নম্বর সেলে। এই তিহাড়েই বন্দি কেজরির আরও দুই সঙ্গী সত্যেন্দ্র জৈন রয়েছেন ৭ নম্বর সেলে এবং মণীশ সিসোদিয়া ১ নম্বরে। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Garden-Reach:-গার্ডেনরিচের-বহুতল-বিপর্যয়ের-ঘটনায়-মৃতের-সংখ্যা-বেড়ে-১৩! Read Next

Garden Reach: গার্ডেনরিচের বহুত...