You will be redirected to an external website

অনুব্রতর আবেদনে সাড়া দিল্লি হাইকোর্টের, এগিয়ে এল জামিন মামলার শুনানির দিন

অনুব্রতর-আবেদনে-সাড়া-দিল্লি-হাইকোর্টের,-এগিয়ে-এল-জামিন-মামলার-শুনানির-দিন

অনুব্রতর আবেদনে সাড়া দিল্লি হাইকোর্টের

ভগ্ন স্বাস্থ্যকে হাতিয়ার করে গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন ‘বীরভূমের বাঘ’। তাঁর আইনজীবী আদালতে অনুব্রতর স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে আবেদন করেছিলেন যাতে অবিলম্বে তাঁকে জামিন দেওয়া হয়। এর আগে ৭ জুলাই অনুব্রত মণ্ডলের জামিনের মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা ছিল। বুধবার (২৬ এপ্রিল), দিল্লি হাইকোর্ট সেই মামলার শুনানির দিন ১ মাস এগিয়ে আনল। শুনানির নতুন দিন ধার্য হয়েছে ১ জুন। ওই দিন বিচারপতি দীনেশ কুমার শর্মার এজলাসে ভগ্নস্বাস্থ্যের প্রেক্ষিতে অনুব্রত মণ্ডলের করা জামিনের আবেদনের শুনানি হবে।

সপ্তাহখানেক আগেই শ্বাসকষ্টের জন্য ফের অনুব্রতকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন জেলবন্দি তৃণমূল নেতা। আদালতে আসলে এখন হুইল চেয়ারে বসেই আসতে হয় তাঁকে। প্রায় মাস দুই ধরে তিহাড় জেলে থাকতে থাকতে মানসিক ভাবেও বেশ বিধ্বস্ত তিনি। উচ্চ আদালতে বারবার মামলা পিছিয়ে যাওয়ায় ইদানিং বেশ মনমরা হয়ে আছেন। সাংবাদিকরা প্রশ্ন করলেই জানান, ‘শরীর ভাল নেই’। শারীরিক কারণে দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করার পাশাপাশি, তিহাড় জেল থেকে সরিয়ে তাঁকে আসানসোল কারাগারে রেখে তদন্ত করার আবেদনও করেছেন অনুব্রত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত ভোটের আগে যেভাবে হোক নিজ জেলায় ফিরতে চাইছেন ‘বীরভূমের বাঘ’।

গরু পাচার মামলায় প্রথমে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। একাধিক আর্থিক বেনিয়মের অভিযোগ ওঠায় অনুব্রতের বিরুদ্ধে সমান্তরাল তদন্ত শুরু করে ইডিও। আসানসোল জেলে গিয়ে তাঁকে একাধিকবার জেরা করেছিল ইডি এবং সিবিআই-এর আধিকারিকরা। পরে, তাঁকে দিল্লি নিয়ে যেতে তৎপর হন ইডির আধিকারিকরা। দিল্লি যাত্রা আটকাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

অন্ধকার ওটি-র মধ্যেই একট...