নীরজের সাফল্যে উচ্ছ্বসিত দিল্লি পুলিশ
সমাজ সচেতনামূলক ও ক্রিয়েটিভ টুইট করতে দিল্লি পুলিশের জুরি মেলা ভার। ট্রাফিক আইন মেনে চলা নিয়ে বরাবরই সাধারণ মানুষকে উৎসাহিত করে দিল্লি পুলিশ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়ার পর এবার নীরজ চোপড়ার প্রশংসায় পঞ্চমুখ দিল্লি পুলিশ। আর তাই ‘সোনার ছেলে’-র কীর্তির সঙ্গে ট্রাফিক আইন মেনে চলাকে এবার জুড়ে দেওয়া হল।
একটি ভাইরাল হওয়া টুইটে দিল্লি পুলিশ লিখেছে, ‘নীরজ চোপড়ার মতো হতে হবে। মন জিতুন। তাহলে আর চালান কাটাতে হবে না!’ সেই টুইটে আরও লেখা হয়েছে, ‘এই মেসেজ ড্রাইভার ও রাইডার সবার জন্য প্রযোজ্য।
নীরজের ট্রাম্প কার্ড সাধারণত প্রথম থ্রোয়েতেই লুকানো থাকে। ফাইনালে সেই কার্ড কাজে না এলেও সোনা পেতে কোনও অসুবিধা হয়নি। ফাইনালে নীরজের প্রথম থ্রো ফাউল হয়। তবে নীরজ তাঁর দ্বিতীয় থ্রোতেই ৮৮.১৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে বিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ঠিক যেমন যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে এক থ্রোয়েই বাজিমাত করে দিয়েছিলেন। সেই এক থ্রোয়েই নীরজ প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনও করে ফেলেছেন।