You will be redirected to an external website

MLA Poaching Remark: মানহানি মামলায় আপনেত্রী অতিশীকে সমন পাঠাল দিল্লির আদালত

MLA-Poaching-Remark:-মানহানি-মামলায়-আপনেত্রী-অতিশীকে-সমন-পাঠাল-দিল্লির-আদালত

আপনেত্রী অতিশীকে সমন পাঠাল দিল্লির আদালত

বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের ‘কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছিলেন অরবিন্দ কেজরীওয়াল এবং অতিশী মারলেনা। সেই অভিযোগের বিরুদ্ধেই মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা। সেই মামলাতেই অতিশীকে সমন পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

কেজরীওয়ালের অভিযোগ ছিল, আপের বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলে দেওয়ার একটা চক্রান্ত করছে বিজেপি। গত জানুয়ারি মাসে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের সাত বিধায়কের সঙ্গে গত কয়েক দিন ধরে যোগাযোগ করা হচ্ছে। আমাদের বিধায়কদের ভাঙানোর চেষ্টা চলছে। ২১ বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি। আরও অনেকের সঙ্গে কথা বলেছে। দিল্লির আম আদমি পার্টির সরকার ফেলে দেওয়া চেষ্টা চলছে।

কেজরীর আরও অভিযোগ ছিল, দল ছাড়ার মূল্য হিসাবে এক এক জন বিধায়ককে ২৫ কোটি টাকা করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে বিজেপি। শুধু আপ প্রধান কেজরীই নন, তাঁর সরকারের মন্ত্রী অতিশীও একই অভিযোগ তোলেন। সাংবাদিক বৈঠকে অতিশী দাবি করেন, দিল্লিতে ‘অপারেশন লোটাস ২.০’ চেষ্টা করছে বিজেপি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Arvind-Kejriwal:জামিনের-মেয়াদবৃদ্ধি-চেয়ে-কেজরীর-জরুরি-শুনানির-আবেদন-খারিজ Read Next

Arvind Kejriwal:জামিনের মেয়াদবৃদ্...