You will be redirected to an external website

অত্যাধিক তাপে পুড়ছে দিল্লি, ধুলোর ঝড়ে দৃশ্যমানতাও তলানিতে !

অত্যাধিক-তাপে-পুড়ছে-দিল্লি,-ধুলোর-ঝড়ে-দৃশ্যমানতাও-তলানিতে-!

তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ । সংগৃহীত ছবি

দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির দেখা নেই, উল্টে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। দিল্লিতে নতুন সমস্যা দেখা দিয়েছে দৃশ্যমানতার জন্য।

সোমবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, আপাতত দু’দিনের জন্য রাজধানীর মানুষ এই তীব্র গরম থেকে স্বস্তি পেতে পারেন। মঙ্গলবার থেকে দু’দিন বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানীতে। তবে তার পর থেকেই গরম আবার কাহিল করবে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি আবার পেরিয়ে যাবে দিল্লির পারদ।

মৌসম ভবনের তথ্য অনুযায়ী, রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই কারণেই দিল্লিতে আগামী দু’দিন সামান্য বৃষ্টি হতে পারে। তবে সেই সঙ্গে ধুলোর ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে রাজধানীতে। বাতাসে ধুলোবালির পরিমাণ এতই বেড়ে গিয়েছে যে, কমে যাচ্ছে দৃশ্যমানতাও। স্থানীয় সূত্রে খবর, ভোর ৬টা থেকেই শহরের বাতাসে ধুলোর আধিক্য দেখা যায়। বিমানবন্দরের সামনে দৃশ্যমানতা ১১০০ মিটারে নেমে গিয়েছে। ফলে বিমান চলাচলেও সমস্যা হচ্ছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

নদী-সমুদ্রে-মাছ-ধরা-নিষিদ্ধ!-ফলে-রীতিমতো-আকাশছোঁয়া-মাছের-দাম Read Next

নদী-সমুদ্রে মাছ ধরা নিষি...