You will be redirected to an external website

Delhi Rain: বৃষ্টিতে জল জমেছে রাজধানীর রাস্তায়,সোমবার বন্ধ থাকবে সমস্ত স্কুল

Delhi-Rain:-বৃষ্টিতে-জল-জমেছে-রাজধানীর-রাস্তায়,সোমবার-বন্ধ-থাকবে-সমস্ত-স্কুল

প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি

প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি। এই পরিস্থিতিতে সোমবার সমস্ত স্কুল বন্ধ রাখা হচ্ছে। রবিবার এ কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। গত দু’দিন ধরে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির জনজীবন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি। ১৯৮২ সালের পর জুলাই মাসে কোনও এক দিনে এই প্রথম এত পরিমাণে বৃষ্টি হল দিল্লিতে। ১৯৮২ সালের ২৫ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিমি। ১৯৫৮ সালে ২১ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ২৬৬.২ মিমি।

দুর্যোগের জেরে রবিবার সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে কেজরীওয়ালের সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা খতিয়ে দেখার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন কেজরীওয়াল। পাশাপাশি একই নির্দেশ দিয়েছেন দিল্লির মেয়র শেলি ওবেরয়কেও।

দিল্লির পাশাপাশি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। উত্তর ভারতে গত দু’দিনে দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। বর্ষণ পরিস্থিতি নিয়ে দিল্লি এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালের সঙ্গে রবিবার কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Himachal-Pradesh:-ধস,-হড়পা-বানে-বিপর্যস্ত-হিমাচল,বন্ধ-৭০০টিরও-বেশি-রাস্তা Read Next

Himachal Pradesh: ধস, হড়পা বানে বিপ...