You will be redirected to an external website

ঘন কুয়াশায় ঢেকে রাজধানী, দেরিতে ছাড়ল শতাধিক বিমান

ঘন-কুয়াশায়-ঢেকে-রাজধানী,-দেরিতে-ছাড়ল-শতাধিক-বিমান

কুয়াশার চাদরে মোড়া রয়েছে রাজধানী দিল্লি

হাড়কাঁপানো ঠান্ডার মধ্যে ঘন কুয়াশার চাদরে মোড়া রয়েছে রাজধানী দিল্লি। গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে বিমান এবং রেল চলাচল ব্যহত হচ্ছে। এর ফলে বিপদে পড়ছেন যাত্রীরা। সোমবার দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো সংস্থার একটি বিমান ১৩ ঘণ্টা দেরি করে ছাড়ায় বিমানচালকের উপর ক্ষুব্ধ হয়ে চড়াও হয়েছিলেন এক যাত্রী। এই ঘটনার পর কুয়াশার কারণে আরও একাধিক বিমান দেরিতে ছেড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে। বিমানবন্দর সূত্রে খবর, ১০০টিরও বেশি বিমান ঘন কুয়াশার কারণে নির্দিষ্ট সময়ে রওনা হতে পারেনি। কুয়াশা সামান্য কমলে পরিস্থিতি অনুকূল হলে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেকটাই দেরি করে বিমান ছেড়েছে।

মঙ্গলবার দিল্লি বিমানবন্দর সূত্রে এমনটাই জানানো হয়েছে। তাদের মন্তব্য, ‘‘বিমান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে। যে সকল যাত্রী বিমানের টিকিট কেটেছেন, তাঁরা দয়া করে নির্দিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।’’

শুধুমাত্র বিমানের ক্ষেত্রেই নয়, ব্যহত হয়েছে রেল চলাচলও। গত দু’দিন ধরে কুয়াশার পরিমাণ বাড়তে থাকায় দেরি করে ছাড়ছে বহু ট্রেন। রেল সূত্রে খবর, শৈত্যপ্রবাহ এবং কুয়াশার কারণে মোট ৩০টি ট্রেন দিল্লি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি করে ছেড়েছে। শুক্রবারই চার ডিগ্রির নীচে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। শনিবার আরও পতন হয়েছিল তাপমাত্রায়। মৌসম ভবন সূত্রে খবর, শনিবার সকালে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের শীতলতম। শুক্রবার তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। তার সঙ্গে ঘন কুয়াশাও দিল্লির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-আগামী-কয়েক-ঘণ্টায়-দক্ষিণবঙ্গে-শুরু-বৃষ্টি!-শীত-কমবে-কবে? Read Next

Weather: আগামী কয়েক ঘণ্টায় দ...