আবারও ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে
নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাতেই আতঙ্কিত চিকিৎসকেরা। কারণ, বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জমা জলে এডিস ইজিপ্টাই মশা বংশবিস্তার করলে আবারও ডেঙ্গির প্রকোপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
চিকিৎসকদের কথায়, ‘‘হিমেল হাওয়া বইতে শুরু করায় ভাবা হয়েছিল, এ বার ডেঙ্গির প্রকোপ কমবে। কিন্তু আবারও জল জমার পরিস্থিতি তৈরি হওয়ায়, মশাবাহিত এই রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।’’ শহরের সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনও প্রায় প্রতিদিনই ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।
বেসরকারি সূত্রের খবর, চলতি মরসুমে অর্থাৎ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯২ হাজার। মৃতের সংখ্যা ৭১। নতুন করে ফের জমা জলে মশার বংশবিস্তার করতে সুবিধা হতে পারে বলেই মত পরজীবী বিশেষজ্ঞদের। সবে শেষ হয়েছে কালীপুজো।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের দিকে যাবে। তার প্রভাবে পশ্চিমবঙ্গে কয়েক দিন বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। তাতে ডেঙ্গিপ্রবণ জেলাগুলিতে ফের রোগের প্রকোপ বৃদ্ধির আশঙ্কা করছেন স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের কর্তারাও।
তবে, ডেঙ্গি এখন বর্ষব্যাপী রোগ হয়ে দাঁড়িয়েছে বলেই মত পরজীবী বিশেষজ্ঞ অমিতাভ নন্দীর। তাঁর কথায়, ‘‘ডেঙ্গির প্রকোপ আগের থেকে কিছুটা কমেছে। কিন্তু আবারও বৃষ্টি হলে যদি জল জমে, তা হলে মশার বংশবিস্তার হতে পারে।