বর্ষা আসতেই ভাবাচ্ছে ডেঙ্গির চোখ রাঙানি
কলকাতার বিভিন্ন জায়গায় জমা নোংরা জল নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। শুরু হয়েছে নোংরা জল পরিষ্কারের কাজও। এর মধ্যেই রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসছে স্বাস্থ্যভবন। রাজ্যের বর্তমান ডেঙ্গি পরিস্থিতি এবং মোকাবিলা— মূলত এই দু’টি বিষয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এছাড়াও স্বাস্থ্যভবনের জনস্বাস্থ্য বিভাগের কর্তা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলির স্বাস্থ্য আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন।
সূত্রের খবর, হাওড়া, কলকাতা, নদিয়া, দুর্গাপুর মহকুমা, মুর্শিদাবাদ, বোলপুর মহকুমা-সহ বেশ কয়েকটি জায়গা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ডেঙ্গির প্রকোপে প্রতি বছরই উত্তর ২৪ পরগনা জেলার অনেক মানুষ আক্রান্ত হন। তাই সেই জেলার দিকেও নাকি বিশেষ নজর রয়েছে প্রশাসনের। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই বিভিন্ন শহরের স্বাস্থ্যকর্মীরা জমা জল সরানো এবং মশার লাভার নষ্ট করার কাজ শুরু করছেন। ডেঙ্গির প্রকোপ রুখতে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের পুরপ্রতিনিধিদের পথে নেমে কাজ করতে আবেদন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমও।