You will be redirected to an external website

হাড়কাঁপানো ঠান্ডা আর কুয়াশায় জেরবার দিল্লি,ব্যাহত বিমান ওঠানামা

হাড়কাঁপানো-ঠান্ডা-আর-কুয়াশায়-জেরবার-দিল্লি,ব্যাহত-বিমান-ওঠানামা

হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা

হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা। গত কয়েক দিন ধরেই রাজধানীর সকাল ঘন কুয়াশার চাদরে মুড়ে থাকছে। ফলে দৃশ্যমানতাও কোথাও কোথাও অনেকটাই নেমে যাচ্ছে।

দিল্লি বিমানবন্দর সূত্রে খবর, কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ায় বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। শনিবার ঘন কুয়াশার জেরে ১৬টি বিমান ওঠানামায় প্রভাব পড়েছে। তার মধ্যে ১১টি আন্তর্জাতিক এবং পাঁচটি ঘরোয়া বিমান। দেরিতে বিমান ছাড়ায় সমস্যার মুখেও পড়তে হচ্ছে বলে দাবি যাত্রীদের।

 সেই পূর্বাভাস অনুযায়ীই, গত দু’তিন দিন ধরে কুয়াশার দাপট অব্যাহত। পশ্চিমি ঝঞ্ঝা সরে যাওয়ায় শনিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি।

মৌসম ভবন জানিয়েছে, দিনে আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। তবে রবিবার থেকে তাপমাত্রা আবার নামতে শুরু করবে বলে জানিয়েছে মৌসম ভবন। শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তাপমাত্রা বেড়েছে ৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-সকালে-বেড়ে-গেল-শহরের-তাপমাত্রা!-বড়দিন-পর্যন্ত-বাড়তে-পারে-আরও Read Next

Weather: সকালে বেড়ে গেল শহরে...