You will be redirected to an external website

Ram Rahim Singh: চলতি বছরেই দু’দফায় প্যারোলে মুক্তি! আবার জেলে ফিরলেন ডেরা প্রধান রাম রহিম

Ram-Rahim-Singh:-চলতি-বছরেই-দু’দফায়-প্যারোলে-মুক্তি!-আবার-জেলে-ফিরলেন-ডেরা-প্রধান-রাম-রহিম

আবার জেলে ফিরলেন ডেরা প্রধান রাম রহিম

প্যারোলে ৩০ দিন মুক্ত থাকার আবার জেলে ফিরলেন ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ। হরিয়ানার রোহতক পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যার দিকে সুনারিয়া জেলে ঢুকেছেন রাম রহিম। গত মাসে প্যারোলে মুক্তি পাওয়ার পর উত্তরপ্রদেশের বাঘপত জেলায় ডেরা সাচ্চা সৌদার একটি আশ্রমে গিয়েছিলেন তিনি। 

এর আগে গত জানুয়ারি মাসে ৪০ দিনের জন্য এবং অক্টোবর মাসে ওই একই সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন রাম রহিম। প্রসঙ্গত, ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুন এবং সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছে আদালত। 

রাম রহিমের ঘন ঘন এই মুক্তি পাওয়া নিয়ে নানা মহলেই বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। এর আগে রাম রহিমের প্যারোল মঞ্জুর হওয়ার বিষয়ে সরব হয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। তিনি বলেছিলেন, ‘‘আবার ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশবাসীদের নিজেদের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত, কারণ খোলা রাস্তায় ধর্ষকরা ঘুরে বেড়াবে।’’ রহিমের বার বার প্যারোলে বেরিয়ে আসার বিষয়ে সোচ্চার হয়েছে বেশ কয়েকটি সংগঠনও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বড়-ঘোষণা-মুখ্যমন্ত্রীর,ইমামদের-ভাতা-বেড়ে-হল-৩০০০-টাকা!-মোয়াজ্জেমদের-২০০০! Read Next

বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর,...