You will be redirected to an external website

বসিরহাটে ধর্মীয় অনুষ্ঠানে ঠান্ডা শরবত খেয়ে অসুস্থ শতাধিক, গ্রামে পৌঁছছে মেডিক্যাল টিম!

বসিরহাটে-ধর্মীয়-অনুষ্ঠানে-ঠান্ডা-শরবত-খেয়ে-অসুস্থ-শতাধিক,-গ্রামে-পৌঁছছে-মেডিক্যাল-টিম!

শরবত খেয়ে অসুস্থ হয়ে পড়েন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ভক্তেরা ! সংগৃহীত ছবি

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ ব্লকের ধুতুরদহ গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে মেলা বসেছিল। সেই মেলায় ঠান্ডা পানীয় খান অনেকেই। সেই পানীয় খেয়ে অসুস্থ হয়ে পড়েন শতাধিক। প্রায় ১১৩ জন ভর্তি হলেন হাসপাতালে। গ্রামে ইতিমধ্যেই পৌঁছছে মেডিক্যাল টিম।
ধুতুরদহ গ্রামে ধর্মীয় অনুষ্ঠান ঘিরে মেলায় বিভিন্ন দোকানীরা বরফের সঙ্গে লেবু ও চিনি মিশিয়ে দেদার বিক্রি করেছিলেন। গরমে সেই ঠান্ডা পানীয় খাওয়ার হিড়িক আরও বেড়ে যায়। মেলায় আগত শিশু, মহিলা, পুরুষ প্রত্যেকেই সেই ঠান্ডা পানীয় পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন গ্রামের প্রায় ২০০ শতাধিক মানুষ। আক্রান্তদের মধ্যে ১১৩ জনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যেকেই বমি,মাথার যন্ত্রণা ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছ সতেজ রাখতে যে বরফ ব্যবহার করা হয়। সেই বরফ জলের সঙ্গে মিশিয়ে দোকানিরা বিক্রি করেন। আর সেই গুলি খেয়েই অসুস্থ হয়ে পড়েছে গ্রামের মানুষ। বসিরহাট স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামে মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হচ্ছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

হাঁসফাঁস-অবস্থা-বাঙালির,তীব্র-জলসঙ্কট!-চল্লিশ-ছুঁয়েই-বাঁকুড়া-যেন-সাহারা Read Next

হাঁসফাঁস অবস্থা বাঙালির...