বাড়ি যাচ্ছেন সারদাকাণ্ডের দেবযানী মুখোপাধ্যায়
সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন মহামান্য আদালত। তবে জামিন পাননি দেবযানী। আগামী ৫ জুন মাত্র চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি যেতে পারবেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।
সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে। সারদা চিটফান্ডের তদন্তে গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী। তার পর থেকে চলছে তদন্ত। কোথায় দাঁড়িয়ে, সে নিয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। কিন্তু সুদীপ্ত বা দেবযানী কেউই জামিন পাননি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পাচ্ছেন দেবযানী।
বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন থেকে তার মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।