You will be redirected to an external website

MS Dhoni: ১৫ কোটি টাকার প্রতারণার শিকার, আদালতে মামলা ধোনির

MS-Dhoni:-১৫-কোটি-টাকার-প্রতারণার-শিকার,-আদালতে-মামলা-ধোনির

১৫ কোটি টাকার প্রতারণার শিকার ধোনি

ছেলেবেলার বন্ধু এবং দীর্ঘদিনের বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করলেন মাহি। শুধু মিহির দিবাকরই নন, তাঁর সঙ্গে সৌম্য বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ করেছেন ধোনি। তাঁরা দু’জন অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড নামে এক সংস্থার কর্ণধার। 

মহেন্দ্র সিং ধোনির নাম করে বিশ্বজুড়ে একটি ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার প্রস্তাব দিয়েছিল অর্ক স্পোর্টস ম্যানেজমেন্ট। ২০১৭ সালে ধোনির সঙ্গে ওই সংস্থাটির চুক্তি সাক্ষরিত হয়েছিল। অবশ্য মিহির দিবাকর চুক্তিতে উল্লেখ করা শর্তাবলী মেনে চলতে ব্যর্থ হন। আসলে চুক্তি অনুযায়ী, অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং লাভের অংশ দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি অনুযায়ী ধোনিকে সেই টাকা অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। তাই ওই সংস্থার বিরুদ্ধে চুক্তিভঙ্গ এবং ১৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন মাহি।

চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনেক বার মানতে বলা হয় অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টকে। কিন্তু তাতে লাভ হয়নি। এরপর অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের অথরিটি লেটার ২০২১ সালের ১৫ অগস্ট প্রত্যাহার করে নেন ধোনি। পাশাপাশি বেশ কয়েক বার আইনি নোটিস পাঠানো হয় ওই সংস্থাকে। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

S.-Jaishankar:-কাঠমান্ডুর-পশুপতিনাথ-মন্দিরে-পুজো-দিলেন-বিদেশমন্ত্রী-এস-জয়শঙ্কর Read Next

S. Jaishankar: কাঠমান্ডুর পশুপতি...