দিল্লিতে এ বার প্রবেশ করতে পারবে ডিজেলচালিত ট্রাকও
তাসের গতি বৃদ্ধির কারণে গুণমান আগের তুলনায় ভাল হয়েছে। ‘অত্যন্ত ভয়ানক’ থেকে ‘খুব খারাপ’ হয়েছে। তার পরেই দূষণ নিয়ে সতর্কতা কমিয়ে দিল দিল্লি সরকার। জানাল, এ বার থেকে রাজধানীতে প্রবেশ করবে ডিজেলচালিত ট্রাক।
শুক্রবার দিল্লির বাতাসের গুণমানের সূচক (একিউআই) ছিল ৪০৫। যা ‘অত্যন্ত ভয়ঙ্কর’ হিসাবে গণ্য করা হয়। শনিবার বিকেল ৪টের সময় তা কমে হল ৩১৭। শনিবার গাজ়িয়াবাদে একিউআই ২৭৪, গুরুগ্রামে ৩৪৬, গ্রেটার নয়ডায় ২৫৮, নয়ডায় ২৮৫, ফরিদাবাদে ৩২৮। দূষণের কারণে কেন্দ্রের প্রস্তাবে দিল্লিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। দূষণের পরিমাণ কমার পরেই সেই বিধিনিষেধ লঘু করেছে প্রশাসন।
গত ৫ নভেম্বর দিল্লিতে জিআরএপির চতুর্থ পর্যায়ের বিধিনিষেধ জারি করা হয়েছিল। এর ফলে দিল্লিতে ডিজেলচালিত মাঝারি এবং ভারী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। একমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন ট্রাকই প্রবেশ করতে পারছিল দিল্লিতে।