You will be redirected to an external website

‘আসল চোট না রাজনৈতিক চোট বোঝা যাচ্ছে না’, মমতাকে খোঁচা দিলীপের

‘আসল-চোট-না-রাজনৈতিক-চোট-বোঝা-যাচ্ছে-না’,-মমতাকে-খোঁচা-দিলীপের

মমতার দ্রুত আরোগ্যের কামনা করেও খোঁচা দিলীপের

নির্বাচনের প্রচারের উত্তরবঙ্গে গিয়ে পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মাঝ আকাশেই দুর্যোগের মুখে পড়ে মমতার চপার। খারাপ আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত বায়ুসেনার সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করতে বাধ্য হন চপারের পাইলট। সূত্রের খবর, সেই সময়ই কোমরে ও পায়ে চোট পান মমতা। ছিঁড়ে যায় লিগামেন্ট। এদিকে এরইমধ্যে এবার মমতার দ্রুত আরোগ্যের কামনা করেও খোঁচা দিতে ছাড়লেন না বিজেপির  সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

রীতিমতো কটাক্ষের সুরে এদিন দিলীপ বলেন, “আমরা আশা করব তাঁর চোট তাড়াতাড়ি ভাল হয়ে উঠবে। কিন্তু, হেলিকপ্টার থেকে নামতে-উঠতে গিয়ে কী করে চোট লাগল তা আমরা বুঝতে পারছি না। আসল চোট না রাজনৈতিক চোট এটা বোঝা যাচ্ছে না। ইলেকশন এলেই চোট লেগে যায়। এটা প্রতিবার দেখেছে আমরা। যাইহোক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তবে এটাও মনে রাখতে হবে, সকাল সন্ধ্যা সেনাকে গালাগালি দিচ্ছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বৈশালীতে-প্রবল-বাতাসে-ভেসে-গেল-গঙ্গার-উপর-অস্থায়ী-ব্রিজ! Read Next

বৈশালীতে প্রবল বাতাসে ভ...