দিলীপ ঘোষ ইকোপার্কে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন
প্রতিদিনের মতোই মঙ্গলবারও দিলীপ ঘোষ ইকোপার্কে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। বর্তমান পরিস্থিতিতে রাজ্যের ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটতে থাকা নানা বিষয়ে প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ। মুখ খুললেন তাঁর বিরুদ্ধে পোস্টার নিয়েও। কী বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।
“দুর্ভাগ্যজনক। বাচ্চাকে বাঁচানো গেল না। মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা গেল না। এর আগে আমরা দেখেছি, মৃত মহিলার দেহ স্বামী ও সন্তান কাঁধে করে নিয়ে যাচ্ছে। গ্রামের দিকে দেখেছি। জঙ্গলমহলে দেখেছি। শহরের বুকে আমরা এ জিনিস দেখিনি। যেখানে নাকি সব হাসপাতালে অ্যামবুল্যান্স ফ্রি তে পাওয়া যায়। তাও কেন এই দূরাবস্থা? মুখ্যমন্ত্রী কি সব দিক সামলাতে পারছেন না?
কুরমি আন্দোলনকে বিপথগামী করার চেষ্টা চলছে। বিজেপির বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আমার আবেদন অজিত মাহাত বা সুব্রত বা রাজেশ মাহাতোর মতো কুরমি নেতাদের কাছে, তারা যেন এটাকে সাঁওতালি, মাওবাদী বা আদিবাসী আন্দোলনের দিকে নিয়ে যেতে না দেন। ওখানে আন্দোলনকারীরা তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে গত পঞ্চায়েতে নেতা হয়ে গিয়েছিল। তাহলে কুরমি সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তারা যেন এটা মাথায় রাখে। এই নেতাদের জিজ্ঞাসা করুন, কী বিতর্ক আছে এখানে।”