মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্লীল মন্তব্য দিলীপ ঘোষের ! সংগৃহীত ছবি
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না দিলীপ ঘোষের। শুক্রবার ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন তিনি। যার জেরে প্রবল কটাক্ষের শিকার হয়েছেন বিজেপি সাংসদ ।উত্তরবঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি সাংসদ তাঁর। সেই কারণে শুক্রবার সকালে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছন তিনি। স্টেশনের বাইরে চা চক্রে যোগ দেন তিনি। সেখান থেকে একাধিক ইস্যুতে তুলোধোনা করেন শাসকদলকে। সেখানেই ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি প্রসঙ্গ।
বৃহস্পতিবার অভিষেক জানিয়েছেন, তাঁর কর্মসূচির অংশ হিসেবে গ্রামে গ্রামে যে সভা হবে তাতে ডাকা হবে সব দলের নেতাদের। সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকার কে? উনি কোন হরিদাস পাল? উনি কি মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীরও ডাকার সাহস নেই। আমার দলের নেতারা গিয়ে কাপড় খুলে দেবে।”
এর পাশাপাশি দিলীপ ঘোষ বলেন, “ওনাদের ক্ষমতা নেই কাউকে ডাকার। নিজের দলের লোকেদের প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিজেপিকে কি ডাকবে! আমিও তো সাংসদ। সেরকম হলে আমাকেই ডাকুন না।”মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপি সাংসদের ‘কাপড় খোলার’ মন্তব্যে প্রশ্ন উঠেছে রাজনৈতিক। অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অনেকের ব্যাখ্যা, দিলীপবাবুর মুখের কথা এরম। উনি সেই অর্থে মোটেই মুখ্যমন্ত্রীর ‘কাপড় খোলার’ কথা বলেননি।