You will be redirected to an external website

বাঁকুড়ার সঙ্গে সরাসরি রেলপথে যোগাযোগ তৈরি হচ্ছে হাওড়ার !

রেলের তরফে ৩৯ কোটি টাকা বরাদ্দ । সংগৃহীত ছবি

যে কারণে নতুন রেললাইন তৈরির কাজ সমাপ্ত হলেই খুব সহজে হাওড়া বাঁকুড়া যাতায়াত করা যাবে, এমনকি এই রুটে লোকাল ট্রেনেও খুব সহজে পৌঁছানো যাবে হাওড়া অথবা বাঁকুড়া। অধিকাংশ মানুষই ট্রেনের উপর নির্ভর করেন আর এই নির্ভরশীলতার দিক দিয়েই ভারতীয় রেলের গুরুত্ব এত বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রতিটি নাগরিকরা চান তাদের এলাকায় যেন রেল পরিষেবা চালু হয়। সস্তা এবং নিরাপদও রেল পরিষেবার জনপ্রিয় তার অন্যতম কারণ।

রেল পরিষেবা যখন মানুষের জীবনের সঙ্গে অঙ্গাভঙ্গিভাবে জড়িয়ে পড়ছে সেই সময় বাঁকুড়ার বাসিন্দাদের জন্য একটি সুখবর পাওয়া গেল। সেই সুখবরটি হল হাওড়া থেকে খুব সহজে লোকাল ট্রেনে আসা যাবে বাঁকুড়া । এর জন্য নতুন একটি রেলপথ তৈরি করা হবে এবং সেই রেলপথই সহজেই জুড়ে দেবে হাওড়া এবং বাঁকুড়াকে।

রেলের তরফ থেকে এই টেন্ডার ডাকার পর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, এখন শুধু কাজ শুরু হওয়া সময়ের অপেক্ষা। এই কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে বাঁকুড়ার দূরত্ব অনেক কমে যাবে।তুন এই রেলপথ তৈরি করার জন্য রেলের তরফ থেকে ৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে এই রেলপথ তৈরির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

নম্বর বাড়ানোর তাগিদে রি...