You will be redirected to an external website

Cyclone: শক্তিক্ষয় করেও ফুঁসছে ‘বিপর্যয়’! মুম্বইয়ে প্রবল জলোচ্ছ্বাস

Cyclone:-শক্তিক্ষয়-করেও-ফুঁসছে-‘বিপর্যয়’!-মুম্বইয়ে-প্রবল-জলোচ্ছ্বাস

শক্তিক্ষয় করেও ফুঁসছে ‘বিপর্যয়’!

মৌসম ভবন জানিয়েছে, ‘বিপর্যয়’ এখনও আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় রূপে অবস্থান করছে। গত দু’দিনে তা অতি প্রবল পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তা থেকে কিছুটা শক্তি হারিয়েছে মঙ্গলবার সকালে।

বৃহস্পতিবার, ১৫ জুন পাকিস্তান সংলগ্ন গুজরাতের উপকূলে আছড়ে পড়ার কথা ‘বিপর্যয়ের’। জখৌ বন্দরের উপর দিয়ে যেতে পারে এই ঘূর্ণিঝড়। গুজরাতের উপকূল এলাকায় যা নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। মৌসম ভবন সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে আপাতত কমলা সতর্কতা জারি করেছে।

ঘূর্ণিঝড়ের কারণে মুম্বইতে জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে ছিল উথালপাথাল ঢেউ, যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। জলোচ্ছ্বাস দেখা গিয়েছে দ্বারকাতেও। মৌসম ভবন জানিয়েছে, এই মুহূর্তে ‘বিপর্যয়’ উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। ‘বিপর্যয়’-এর মোকাবিলায় প্রশাসনের তরফে প্রস্তুতি কেমন, তা খতিয়ে দেখতে সোমবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গেও ফোনে কথা বলেছেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Panchayat-Election:-পঞ্চায়েত-ভোটের-দিন-ঘোষণা-হতেই-রোড-শো,পুরোদমে-প্রচার-অভিষেক-বন্দ্যোপাধ্যায়ের Read Next

Panchayat Election: পঞ্চায়েত ভোটের দ...