You will be redirected to an external website

স্টেশনে থমকে ট্রেন ,শিয়ালদহ নৈহাটি শাখায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা !

শিয়ালদহ মেন শাখায় ব্যাহত ট্রেন চলাচল ! সংগৃহীত ছবি

সপ্তাহের শুরুর দিনেই এমন ঘটনায় ভোগান্তির মুখে পড়লেন   নিত্যযাত্রীরা   জোকা-এসপ্ল্যানেড মেট্রোর  কাজের জন্য ব্যাহত হবে শিয়ালদহ ও বজবজের মধ্যে ট্রেনের স্বাভাবিক পরিষেবা। মে-জুন মাস মিলিয়ে মোট চারদিন একজোড়া ট্রেন বাতিল থাকবে। মে মাসের ২৩ ও ২৪ তারিখ ৩৪১১২ শিয়ালদহ-বজবজ লোকাল ও ৩৪১১১ বজবজ-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। একইভাবে ৭ জুন ও ১৯ জুনও ওই দুটি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে

আগামী ২২/২৩ মে, ২৩/২৪ মে এবং জুন মাসের ৬/৭ তারিখ ও ১৮/১৯ তারিখ রাতের বেলা জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ চলবে। মধ্যরাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে চলবে এই কাজ। সেই কারণে মাঝেরহাট স্টেশনে রাতের বেলা ওই সময়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই একজোড়া ট্রেন সংশ্লিষ্ট দিনগুলিতে বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ স্টেশনটি হল শহরের অন্যতম ব্যস্ত স্টেশন। 

প্রতিদিন বহু মানুষ নিত্যদিনের কাজের প্রয়োজনে শহরতলি থেকে কলকাতায় আসেন। ভোরবেলার প্রথম ট্রেনে বহু ফুল বিক্রেতা ও সবজি বিক্রেতাও কলকাতায় আসেন রুজি রোজগারের জন্য। ফলে ওই চারদিন ভোরবেলার শিয়ালদহগামী প্রথম বজবজ ট্রেন না মেলায় সমস্যায় পড়তে হতে পারে তাঁদের। যাত্রীদের এই সম্ভব্য অসুবিধার জন্য রেলের তরফে দুঃখপ্রকাশ করা হয়েছে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বৃষ্টি সত্ত্বেও গরম কমছ...