You will be redirected to an external website

হাড়হিম ঠান্ডা...! বৃষ্টি, দমকা হাওয়ার ডবল ডোজ...!শৈত্যপ্রবাহ থেকে মুক্তি কবে?

হাড়হিম-ঠান্ডা...!-বৃষ্টি,-দমকা-হাওয়ার-ডবল-ডোজ...!শৈত্যপ্রবাহ-থেকে-মুক্তি-কবে?

আবহাওয়ার ভোলবদলে কার্যত নাস্তানাবুদ দেশের মানুষ

একদিকে ঝড়-বৃষ্টির দাপট। অন্যদিকে শৈত্যপ্রবাহ। আবহাওয়ার ভোলবদলে কার্যত নাস্তানাবুদ দেশের মানুষ। সমতল থেকে পাহাড়ি এলাকায় শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তামিলনাড়ুর উটির পার্বত্য এলাকাতেও পারদ নেমেছে শূন্যের -নীচে। তথৈবচ হাল কাশ্মীর থেকে কলকাতার।পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি-সহ অনেকগুলি রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিতে পৌঁছেছে ইতিমধ্যেই। ঝপাঝপ করে পড়ছে পারদ। যেখানে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং রাজস্থানের অনেক এলাকায় তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ঠান্ডা থেকে রেহাই নেই। আগামী ৫ দিনের পূর্বাভাসও প্রকাশ করা হয়েছে মৌসম ভবনের তরফে।আবহাওয়া দফতরের পূর্বাভাস, ১৮ জানুয়ারি বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।শৈত্যপ্রবাহ সতর্কতা:পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির অনেক অংশে ১৮ জানুয়ারি পর্যন্ত এবং কিছু অংশে ২২ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। রাত্রি ও সকালে কয়েক ঘণ্টা অব্যাহত থাকতে পারে কুয়াশা।

১৮ তারিখে উত্তর প্রদেশের কিছু অংশে ঘন কুয়াশা থাকতে পারে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১৯ জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ১৮-২১ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।তবে স্বস্তির বিষয় যে পূর্ব ভারতে ন্যূনতম তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং এর পরে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না এই মরশুমের শীতের মেজাজে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

খাবেন-ডাবের-জল,-ঘুমোবেন-মেঝেতেই,-রামমন্দির-উদ্বোধনের-আগে-কঠোর-সংযম-মোদির Read Next

খাবেন ডাবের জল, ঘুমোবেন ম...