You will be redirected to an external website

প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন,তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রীর-বাসভবনের-উপর-চক্কর-কাটল-ড্রোন,তদন্ত-শুরু-করেছে-দিল্লি-পুলিশ

প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন

সাতসকালে আচমকাই ড্রোন উড়তে দেখা গেল প্রধানমন্ত্রীর বাসভবনের উপর। জানা গিয়েছে, ভোর পাঁচটা নাগাদ একটি ড্রোন উড়তে দেখা যায়। কে বা কেন এই ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়ে কিছুই জানতে পারেননি নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর পাঁচটা নাগাদ তাদের খবর দেয় স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকে এই বিশেষ বাহিনী। ভোরের আকাশে তারাই প্রথমবার ড্রোনটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও ড্রোনের সন্ধান মেলেনি। তবে প্রশ্ন উঠছে, নো ফ্লাইং জোন থাকা সত্ত্বেও কী করে প্রধানমন্ত্রীর বাসভবনের আকাশে ঢুকে পড়ল এই ড্রোনটি?

তদন্তে নেমে দীর্ঘ সময় কেটে গেলেও ড্রোনের হদিশ মেলেনি। দিল্লি পুলিশের তরফে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু সেখানেও নির্দিষ্ট ভাবে জানা যায়নি, কোন সময়ে প্রধানমন্ত্রীর বাসভবনে ড্রোনটি ঢুকেছিল। রহস্যময় ড্রোন আবার আচমকা কোথায় বেপাত্তা হয়ে গেল তা নিয়েও কিছুই জানা যায়নি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

অনুব্রত-মণ্ডল-প্রসঙ্গে-ফের-বিস্ফোরক-মমতা,-ফের-একবার-কেষ্টর-পাশে-তৃণমূল-সুপ্রিমো Read Next

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে ...