আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে
আগামী তিন চার দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরুর অনুকূল পরিস্থিতি। আপাতত পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দার্জিলিংয়ে আজ, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলতে পারে।ঘূর্ণাবর্ত আছে অন্ধ্রপ্রদেশ উপকূল লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুতে। উত্তর-দক্ষিণ অক্ষরেখা সিকিম থেকে ওড়িশা পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত। আরও একটি অক্ষরেখা রয়েছে ছত্তিশগড় থেকে দক্ষিণের তামিলনাড়ু পর্যন্ত যা তেলেঙ্গানার উপর দিয়ে গিয়েছে।
আগামী তিন-চার দিনে উত্তর-পশ্চিম ভারতের বাকি রাজ্য থেকে এবং গুজরাতের কিছু অংশ, মধ্যপ্রদেশের কিছু অংশ এবং রাজস্থানের বেশিরভাগ অংশ থেকে বর্ষা বিদায় নেবে। আগামী দু-তিন দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের বাকি অংশ থেকে বর্ষা বিদায় নেবে। মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেবে আগামী ২ দিনে।পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। সোম, মঙ্গলবারের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্য থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ। আগামী তিন-চার দিন কার্যত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তাপমাত্রা একই রকম থাকলেও বাতাসে জলীয় বাষ্প থাকছে তাই অস্বস্তি থাকবে।