You will be redirected to an external website

Flash Flood: বৃষ্টিতে হড়পা বান হিমাচল প্রদেশে, ধসের জেরে আটকে পর্যটক সহ ২০০ জন

লাগাতার বৃষ্টির জেরে হড়পা বান নামল হিমাচল প্রদেশে

লাগাতার বৃষ্টির জেরে হড়পা বান নামল হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। বাগিপুল এলাকায় হড়পা বানের জেরে কমপক্ষে ২০০ জন আটকে পড়েছে বলে জানা গিয়েছে। এরমধ্যে যেমন স্থানীয় বাসিন্দারা রয়েছেন, তেমনই বহু পর্যটকও রয়েছেন।  ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

ডিএসপি সঞ্জীব সুদ সংবাদসংস্থা এএনআই-কে জানান, মান্ডি জেলার বাগিপুল এলাকায় প্রসার লেকের কাছে হড়পা বান নেমেছে। মান্ডি প্রসার রোডে বাগি সেতুর কাছে কমপক্ষে ২০০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা আটকে পড়েছেন। হড়পা বানের খবর পেতেই প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

মান্ডি পুলিশের তরফে জানানো হয়েছে, কামান্দ এলাকার একাধিক রাস্তা হড়পা বান ও ভূমিধস নামে। জানা গিয়েছে, মেঘ ভাঙা বৃষ্টির জেরেই হড়পা বান নেমেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হড়পা বানে চাম্বা জেলা থেকে আসা একটি বাস ও একাধিক গাড়ি আটকে পড়ে। ওই বাসে পড়ুয়ারা ছিল। রাতের রাস্তা পরিষ্কার করা সম্ভব না হওয়ায়, ওই রাস্তার পাশেই রাতে থাকার ব্যবস্থা করা হয় পুলিশের তরফে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Panchayat-Election:-রাস্তার-দাবিতে-গাজোলে-ভোট-বয়কটের-ডাক,-ভোট-দিতে-গেলে-জরিমানার-হুঁশিয়ারি- Read Next

Panchayat Election: রাস্তার দাবিতে গ�...

Related News