You will be redirected to an external website

Weather: উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি, নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

Weather:-উত্তরবঙ্গে-আবহাওয়ার-উন্নতি,-নিম্নচাপের-জেরে-বৃষ্টি-বাড়তে-পারে-কলকাতা-সহ-দক্ষিণবঙ্গে

নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকা জলমগ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানকার জেলাগুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তার মধ্যেই উত্তরবঙ্গবাসীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেও সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, বর্ষার চলতি মরশুমে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় স্বাভাবিক বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি-সহ বেশ কয়েকটি জেলায় এখনও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে।প্রসঙ্গত, উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। বেশ কয়েকটি রাস্তা জলের তলায় ডুবে রয়েছে। নীচু জায়গাগুলি থেকে উঁচু এলাকায় এসে ঠাঁই নিয়েছেন অনেকে। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Vande-Bharat-Express:-হঠাৎ-আগুন-ধরে-গেল-বন্দে-ভারতে,-ট্রেন-থেকে-ঝাঁপ-যাত্রীদের Read Next

Vande Bharat Express: হঠাৎ আগুন ধরে গে...