বৃষ্টির কারণে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে
প্রাকৃতিক দুর্যোগ তুমুল করার জন্য যা যা হওয়ার দরকার এখন সেই সেই আবহাওয়ার পরিস্থিতি তৈরি৷ সক্রিয় মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে হিমালয়ের পাদদেশ দিয়ে৷ অন্যদিকে এই সক্রিয় মৌসুমী অক্ষরেখার পাশাপাশি বাড়তি দোসর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷এই ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একধাক্কায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে৷ যেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিয়মিত ভাবেই হালকা ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল, সেখানে একধাক্কায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷বুধবার বৃষ্টিভেজা সকাল যেরকম হয়েছে সেরকম ভাবেই দিনের বিভিন্ন সময়ে কলকাতায় বজ্র-বিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস৷ আর আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৪ শতাংশ৷ ফলে ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ হবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মতো৷মাঝারি বৃষ্টি চলবেই বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলের দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।বৃষ্টির কারণে আগামী দুদিন তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে।