মেঘাচ্ছন্ন আকাশের ফলে অত্যন্ত অস্বতিতে ভুগছে রাজ্যবাসী । সংগৃহীত ছবি
মার্চ এর পর এপ্রিল এর শুরু থেকেই বৃষ্টির ছিটেফোটাও মেলেনি দক্ষিণবঙ্গসহ কলকাতা শহরে । মেঘাচ্ছন্ন আকাশের ফলে অত্যন্ত অস্বতিতে ভুগছে রাজ্যবাসী । মার্চ মাসে ঠান্ডায় কিছুটা স্বস্তি ছিল। কিন্তু, এপ্রিল আসতেই রুদ্রমূর্তি নিল আবহাওয়া। গত সাত বছরের মধ্যেই এটা সবথেকে উষ্ণতম এপ্রিল, জানাচ্ছেন আবাহওয়াবিদরা। ২০১৬ সালের পর এখনও পর্যন্ত চলতি এপ্রিল মাস সবথেকে উষ্ণ। রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা।মার্চে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছিল। কিন্তু, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রীতিমতো ভোলবদল আবহাওয়ার। সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। দুপুরে রোদের কড়া তেজে বাইরে বার হওয়া অসম্ভব।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং রবিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩১ শতাংশ।রবিবার আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। এদিন কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।