You will be redirected to an external website

ঘটবে আবহাওয়ার বদল বাংলায় ১৭ই এপ্রিলের পরেই মিলবে স্বস্তির হাওয়া !

ঘটবে-আবহাওয়ার-বদল-বাংলায়-১৭ই-এপ্রিলের-পরেই-মিলবে-স্বস্তির-হাওয়া-!

তপপ্রবাহের জেরেই সতর্কতার জারি সর্বত্রই ! সংগৃহীত ছবি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে গরম একটুও কমেনি, উল্টে রোদের তেজ বেড়েই চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই গ্রীষ্মের মতো গরমের দাপট শুরু হয়ে গিয়েছে। তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্ততপক্ষে আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকবে আবহাওয়া। তাপপ্রবাহ চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়।

১৭ এপ্রিল পর্যন্ত দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে মনে করছে মৌসম ভবন। তার পরে কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। দু’টি পশ্চিমী ঝঞ্ঝার কারণে হিমালয় সংলগ্ন অঞ্চলে এই বৃষ্টি হতে পারে। ১৫ এপ্রিল নাগাদ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। অন্যটি ১৮ থেকে ১৯ এপ্রিল সক্রিয় হতে পারে। এই দু’টি পশ্চিমী ঝঞ্ঝার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্যসাগরের উপর তৈরি হয়। তার পর ধীরে ধীরে পূর্বদিকে এগোতে থাকে। তার পর ধাক্কা দেয় হিমালয়ে। এর প্রভাবে বৃষ্টিপাত, সময়ে সময়ে তুষারপাত হয়ে থাকে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এ ছাড়াও সোমবার পর্যন্ত প্রতি দিনই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। বাদ যাবে না পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াও। ঘর্মাক্ত গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষজন, কলকাতার অবস্থাও দুর্বিষহ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আবহবিদরা জানিয়েছেন, ১৭ তারিখের পর অর্থাৎ মঙ্গলবার থেকে পরবর্তী দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ‘সামান্য পরিবর্তন’ হতে পারে। তবে কী পরিবর্তন হবে, গরম কমবে কি না, বৃষ্টির কোনও সম্ভাবনা আগামী সপ্তাহে আছে কি না, তা স্পষ্ট করা হয়নি। তাপপ্রবাহের কারণে আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কুন্তলকে-জেরার-সময়-ইডিকে-ফোন-শুভেন্দুর-!
Read Next

কুন্তলকে জেরার সময় ইডিক...