ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ প্রার্থীদের
সোমবার পুনর্নির্বাচন হচ্ছে রাজ্যের একাধিক বুথে। কিন্তু তার মধ্যেই দলবদল! ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একাধিক ব্যক্তি। ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙায়। বেলডাঙার ২ নম্বর ব্লকে পঞ্চায়েত নির্বাচনের দিন একাধিক জায়গায় হিংসার অভিযোগ ওঠে। কোথাও ব্যালট পেপার ছিনতাই, কোথাও আবার ব্যালট পেপার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ভোটারদের ভোটদানে বাধা দিতে একাধিক এলাকায় হয় ব্যাপক বোমাবাজি।
সোমবার পুনর্নির্বাচনের দিনেই ভোট চলাকালীন, কাশীপুর গ্রাম পঞ্চায়েতের ঝিকরা গ্রামের বিরোধী বিজেপির চার জন গ্রাম পঞ্চায়েতের প্রার্থী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তৃণমূলের ব্লক সভাপতি আতাউড় রহমানের হাত ধরে যোগদান করেন। ২৪ নম্বর বুথের দেবাশিস মণ্ডল, ২৩ নম্বর বুথের সীমা হাজরা, ২৫ নম্বর বুথের রাকেশ মণ্ডল, ২২ নম্বর বুথের সাধন বিশ্বাস-ছাড়াও একজন পঞ্চায়েত সমিতির প্রার্থী, ৪ নম্বর প্রার্থী সুজন হাজরা যোগদান করেন।
২৪ নম্বর বুথের প্রার্থী দেবাশিস মণ্ডলের বক্তব্য, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। তাকে সামনে রেখেই দিদির পক্ষেই সব ভোট হচ্ছে। আমাদের পঞ্চায়েতের ২৫ জনের মতো প্রার্থী। বেশিরভাগই তৃণমূলের পক্ষে যাবে। পুনর্নির্বাচন হচ্ছে। আমরা এখানে থাকলে কাজ করতে পারব না। পিছিয়ে পড়ব। জেলা পরিষদের প্রার্থীদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল।”