You will be redirected to an external website

Monsoon Hacks: বর্ষার মরসুমে বেড়ে যায় ডেঙ্গি, ম্যালেরিয়ার চোখরাঙানি!

Monsoon-Hacks:-বর্ষার-মরসুমে-বেড়ে-যায়-ডেঙ্গি,-ম্যালেরিয়ার-চোখরাঙানি!

বর্ষার মরসুমে বেড়ে যায় ডেঙ্গি, ম্যালেরিয়ার চোখরাঙানি!

বর্ষাকাল মানেই মশা-মাছি-পোকামাকড়ের বাড়বাড়ন্ত। চোখরাঙানি বেড়ে যায় ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো রোগের। রাতে মশারি টাঙিয়ে শুলেও দিনের বেলা কী উপায়ে মশার কামড় থেকে বাঁচা যায়? অনেকেই মশার ধুপ ব্যবহার করেন। 

অনেকে মশা তাড়ানোর ক্রিম বা স্প্রেও ব্যবহার করেন। কিন্তু ক্রিমগুলি বেশ চটচটে। ভ্যাপসা গরমে মেখে থাকা বেশ কষ্টকর। আপনিও যদি সেই দলে পড়েন, তা হলে মশার কাপড় থেকে বাঁচার কিছু ঘরোয়া উপায় জেনে নিন।

লেমন ইউক্যালিপটাস

প্রচুর মশা তাড়ানোর স্প্রে’র মূল উপাদান লেমন ইউক্যালিপটাস তেল। এই এসেনশিয়ালন অয়েল লাগালে অনেক ক্ষণ মশা দূরে থাকবে। তাই দিনের বেলা স্নানের পর ময়েশ্চারাইজ়ার মাখার মতো নিয়ম করে হাতে এবং পায়ে এই তেলও মেখে নিতে পারেন।

পিপারমেন্ট অয়েল

অনেকেই মশা তাড়াতে ঘরের কোণে পিপারমেন্ট অয়েলযুক্ত সুগন্ধি মোম জ্বালান। তবে এই এসেনশিয়াল অয়েল আপনি গায়েও মাখতে পারেন মশার কামড় থেকে বাঁচতে। তবে সরাসরি পিপারমেন্ট অয়েল গায়ে লাগালে র‌্যাশ বেরোতে পারে। তাই নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে লাগান।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Hathras:-হাথরাস-কাণ্ডে-ভাষণ-থামিয়ে-সংসদে-শোকপ্রকাশ-মোদির Read Next

Hathras: হাথরাস কাণ্ডে ভাষণ থ�...

Related News