You will be redirected to an external website

মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি, ১৪ ঘণ্টা তিন বাড়িতে তল্লাশি

মন্ত্রী-সুজিতের-বাড়ি-থেকেও-বেরিয়ে-গেল-ইডি,-১৪-ঘণ্টা-তিন-বাড়িতে-তল্লাশি

মন্ত্রী সুজিতের বাড়ি থেকেও বেরিয়ে গেল ইডি

প্রায় ১৪ ঘণ্টা তল্লাশির পর রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে বেরিয়ে এলেন ইডি আধিকারিকেরা। বাজেয়াপ্ত করেছেন বহু নথি। বাজেয়াপ্ত করা হয়েছে সুজিতের মোবাইল। তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘যদি কাজের জন্য কেউ সুজিতকে এক টাকা দিয়ে থাকেন, সুজিত আজই মুখ্যমন্ত্রীকে পদত্যাগপত্র দেবে।’’

শুক্রবার সকালে লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে হানা দেয় ইডি। তারা বেরিয়ে গেলে লেক টাউনে নিজের পুরনো বাড়িতে যান সুজিত। তাঁকে ঘিরে ধরেন অনুগামীরা। স্লোগান ওঠে, ‘সুজিতদা জিন্দাবাদ’। দমকল মন্ত্রীর পাশে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসুও। বাড়ি থেকে বেরিয়ে পাড়া দিয়ে হেঁটে লেকটাউনে বিবেকানন্দের মূর্তির দিকে এগিয়ে যান সুজিত। 

এর পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজিত জানান, তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যা তাঁর পক্ষে অসুবিধাজনক। কারণ দমকলমন্ত্রী হিসাবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত তিনি। তিনি এও জানিয়েছেন, ইডি অফিসারদের তিনি এবং তাঁর পরিবারের সকলে সহযোগিতা করেছেন। তার পরেই অস্বীকার করেছেন অভিযোগ। তাঁর কথায়, ‘‘যে ঘটনার সঙ্গে জড়িত নই, সেই ঘটনায় কোর্ট মারফর তদন্ত হচ্ছে। আর্থিক তছরুপের সঙ্গে নাকি যোগ রয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কলকাতা-সহ-দক্ষিণবঙ্গের-বেশ-কয়েকটি-জেলায়-বৃষ্টির-পূর্বাভাস-আবহাওয়া-দফতরের Read Next

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ...