You will be redirected to an external website

Shahjahan Sheikh: শাহজাহানের ভাই এবং দুই শাগরেদের কোর্টে হাজিরা চাইছেন ইডি গোয়েন্দারা!

Shahjahan-Sheikh:-শাহজাহানের-ভাই-এবং-দুই-শাগরেদের-কোর্টে-হাজিরা-চাইছেন-ইডি-গোয়েন্দারা!

শেখের ঘনিষ্ঠ বলয়ের সদস্যদের কোর্টেও হাজির করাতে চায় ইডি

এ বার সন্দেশখালির শেখের ঘনিষ্ঠ বলয়ের সদস্যদের কোর্টেও হাজির করাতে চায় ইডি। এর মধ্যে যেমন শাহজাহানের ভাই আলমগির শেখ রয়েছেন, তেমনই রয়েছেন শাহজাহান-ঘনিষ্ঠ সন্দেশখালির আর এক তৃণমূল নেতা শিবু হাজরা এবং শাহাজাহানের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত দিদার মোল্লাও। ইডি সূত্রে খবর,আদালতে হাজির করানোর পরই এঁদের তিন জনকে হেফাজতেও চাওয়া হবে।

অন্য দিকে, শাহজাহানের আর এক শাগরেদ শিবুকে পুলিশ গ্রেফতার করেছিল ইডির উপর হামলা এবং সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের উপর নির্যাতনের অভিযোগে। শিবুও এখন জেলেই। ইডি এই তিন জনকেই আদালতে হাজির করানোর জন্য বুধবার বিচারভবনে আবেদন করেছে।

কেন এঁদের আদালতে হাজির করাতে চাইছে ইডি? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এঁদের তিন জনকেই হেফাজতে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইডির। তবে যে মামলায় সিবিআই বা রাজ্য পুলিশ এঁদের গ্রেফতার করেছিল, সেই মামলা সংক্রান্ত বিষয়ে নয়। ইডি শাহজাহানের ভাই এবং তাঁর দুই শাগরেদকে হেফাজতে চাইছে সন্দেশখালির জমি দখল এবং ভেড়ি দখল সংক্রান্ত মামলায়।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather:-চলতি-সপ্তাহে-আরও-বৃদ্ধি-পাবে-তাপমাত্রা,কোন-জেলায়-রয়েছে-বৃষ্টির-পূর্বাভাস? Read Next

Weather: চলতি সপ্তাহে আরও বৃদ...