You will be redirected to an external website

নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেপ্তার মানিক ভট্টাচার্য

নিয়োগ-দুর্নীতি-মামলায়-গ্রেপ্তার-মানিক-ভট্টাচার্য

'গ্রেফতার হচ্ছেন', রাত 1টায় মানিককে জানিয়েছিল ইডি

রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার মানিক ভট্টাচার্য। তাঁর জবাবে সন্তুষ্ট না হয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতির মামলায় এবার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করল ইডির গোয়েন্দারা।

কয়েক লক্ষ চাকরিপ্রার্থীর উত্তরপত্র রীতিমতো নষ্ট করার অভিযোগ রয়েছে পর্ষদের বিরুদ্ধে। এই দুর্নীতি কাণ্ডের 'কিং পিন' ছিলেন মানিক ভট্টাচার্য, এমনটাই দাবি ছিল কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। অবশেষে তাঁকে গ্রেফতার করল ইডি। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই নাম জড়িয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ৷ তাঁকে একাধিকবার জেরাও করেছে ইডি ৷ সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে মানিক ভট্টাচার্যের নাম উঠে আসে ৷ এরপর মঙ্গলবার গ্রেফতার হলেন মানিক। সোমবার দুপুরে হাজিরার নির্দেশ পেয়ে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তাঁর বিষয়-সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জানতে চান। পাশাপাশি কী ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ওএমআর শিট নষ্ট করা হয়েছিল, সে বিষয়েও তাঁর কাছ থেকে জানতে চান গোয়েন্দারা। কিন্তু একাধিক প্রশ্নের উত্তর আড়াল করছিলেন মানিক ভট্টাচার্য। দুপুর গড়িয়ে তখন রাত প্রায় ১টা। ইডির দাবি, মানিক ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায় যৌথ ভাবে টাকা নিয়ে চাকরি দেওয়ার কাজ করতেন। এই গ্রেফতারির আগে বেশ কয়েকবার মানিক ভট্টাচার্যের বয়ান রেকর্ড করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷ পাশাপাশি মানিক ভট্টাচার্যের বাড়িতে গিয়েও তাঁরা তল্লাশি অভিযান চালান। সেখান থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে এবং সেগুলি ভালোভাবে খতিয়ে দেখার পরেই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে।

AUTHOR :Ranjit Panji

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিজেপিতে-রদবদবল,-কল্যাণের-জায়গায়-এলেন-তমোঘ্ন Read Next

বিজেপিতে রদবদবল, কল্যাণ...