২০ ঘণ্টা পর রথীন ঘোষের বাড়ি থেকে বেরোল ইডি
তল্লাশি শুরুর ২০ ঘন্টা পর রাত দেড়টার সময় ইডির আধিকারিকরা খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বের হন। রথীন ঘোষের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকরা বাড়ির সামনে ভিড় করেছিলেন।সংবাদ মাধ্যমের সামনে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, তারা (ইডি অফিসাররা) খারাপ আচরণ করেনি। তবে পৌর নিয়োগ নিয়ে তাদের বোঝার ক্ষেত্রে অনেক গোলযোগ আছে। তিনি নিজেও একটা বই দিয়ে ইডি আধিকারিকদের সহযোগিতা করেছেন, তদন্ত এগিয়ে নিয়ে যেতে।
অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি ছাড়াও বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২ জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর৷ সেই তালিকায় রয়েছে রথীন অনুগামীদের বাড়িও৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশি চালানোর সময়েই ইডির হাতে আসে পুর দুর্নীতি সংক্রান্ত নথিপত্র৷ তার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এ নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷