You will be redirected to an external website

Nusrat Jahan: প্রতারণা-কাণ্ডে ED-র নোটিস, মুখ খুললেন নুসরত জাহান

Nusrat-Jahan:-প্রতারণা-কাণ্ডে-ED-র-নোটিস,-মুখ-খুললেন-নুসরত-জাহান

বসিরহাটের সাংসদ নুসরতকে তলব করেছে ইডি

রাজারহাটে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে বসিরহাটের সাংসদ নুসরতকে তলব করেছে ইডি। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। পাশাপাশি যে কোম্পানি বা সংস্থার নামে ইতিমধ্যে একটি অভিযোগ দায়ের হয়েছে, সেই কোম্পানির ডিরেক্টর রাকেশ সিংহকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নুসরত একটি কোম্পানিতে থাকাকালীন একাধিক প্রবীণ ব্যক্তির সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে আর্থিক প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা বেশ কয়েক জন অভিযোগকারীকে নিয়ে গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা। বস্তুত, এর আগেও তৃণমূল সাংসদ তথা অভিনেত্রীকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে ওই ঘটনার পর পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডেকে নুসরত জানান, অভিযোগ যখন করা হয়েছে, তার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট কোম্পানি বা সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এ ছাড়াও তিনি জানান যে, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় শোধ করে দিয়েছেন।

নুসরত জাহান সাংবাদিক বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। অন্য দিকে, ইডি সূত্রে খবর, এই অভিযোগের তদন্ত নেমে বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে এবং অভিযোগকারীদের সঙ্গে কথা বলে তাঁদের বয়ান রেকর্ড করার পর তৃণমূল সাংসদ নুসরতকে ডেকে পাঠানো হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পুড়ছে-দিল্লি,-৮৫-বছরে-প্রথম-বার-সর্বোচ্চ-তাপমাত্রা-ছাড়াল-৪০-ডিগ্রি Read Next

পুড়ছে দিল্লি, ৮৫ বছরে প্...