You will be redirected to an external website

অভিষেকের জন্মের আগের নথি চাইছে ED! বিস্ফোরক দাবি মমতার

অভিষেকের-জন্মের-আগের-নথি-চাইছে-ED!-বিস্ফোরক-দাবি-মমতার

অভিষেকের জন্মের আগের নথি চাইছে ED

 নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক জিনিস জিজ্ঞাসা করে ওরা। এক পেপার। ৪২ বছর আগের কাগজ। আরে তখন তো অভিষেক জন্মায়ইনি। ৮৭-এ জন্ম অভিষেকের। এদিকে ওর বাবার কাছে কাগজ চাইছে ৪২ বছরের পুরনো। অভিষেকের বাবার কাছে তথ্য চাইছে অভিষেকের নামে। অথচ তা ৮১-৮২ সালের। ও তখনও জন্মায়নি।

নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগেই ইডি দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এরমধ্যে আদালতের নির্দেশ থাকার কারণে অভিষেককে হাজিরা দিতে হয়নি। হাজিরা দেননি লতা, অমিত। তবে ইডি দফতরে গিয়েছিলেন রুজিরা। মূলত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পরই লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা নজরে আসে তদন্তকারীদের। এই সংস্থার সিইও পদে আছেন অভিষেক।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Mamata-Banerjee:-৩৩-দিন-পর-শুক্রবার-কালীঘাটের-বাড়ি-থেকে-বেরোবেন-মুখ্যমন্ত্রী Read Next

Mamata Banerjee: ৩৩ দিন পর শুক্রবার...

Related News